25 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোর শহরের প্রধান সড়ক ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোর শহরের ভিতর দিয়ে নির্মিত ফোর লেনের প্রধান সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।আজ বুধবার সকাল থেকে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার এবং উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফরহাদ আহমেদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।

দিনব্যাপি নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস থেকে বড় হরিশপুর বাইপাস পর্যন্ত ৬.৬ কিলোমিটার সড়কের দুই পাশের ফুটপাত দখল করে ব্যবসায়ীদের অবৈধভাবে বসানো অবৈধ দোকানপাট, স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, জনস্বার্থে এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের সুবিধার জন্য শহরের চার লেন সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণ করা হয়। কিন্তু ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছিল অবৈধ দখলদার ব্যবসায়ীরা। মহামান্য আদালত ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে নির্দেশ প্রদানের আলোকে সড়ক ও জনপদ বিভাগ দখল সংশ্লিষ্ট সবাইকে নোটিশ করা হয়। নোটিশ পাওয়ার পরে অনেকে মালামাল সরিয়ে নিয়েছেন। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারে সেজন্য আজ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযানের পর পুনরায় দখলদার ব্যবসায়ীরা ফুটপাত দখল করলে প্রশাসন আইনগত আরো কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান সওজের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর