25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে নিয়োগ সংক্রান্ত নথিপত্র চুরি

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে নিয়োগ সংক্রান্ত নথিপত্র চুরি অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রাতে নাটোর সদর উপজেলার জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি করলেও ল্যাপটপ কম্পিউটার -প্রজেক্টর নেয়নি।

রোববার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন।

আজ সোমবার দুপুরে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদর থানায় সাধারন ডায়রি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন বলেন , আজ সোমবার সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে দেখি আলমারির তালা ভাঙা। আলমারির ভিতরে রাখা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজ পত্র চুরি হয়ে গেছে। অথচ সেইখানে থাকা ল্যাপটপ- প্রজেক্টর রেখে গেছে চোরেরা। বিষয়টা আশ্চর্যজনক। এ বিষয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে জিজ্ঞেস করলে সে সদুত্তর দিতে পারেননি। থানায় এসে জিডি করলাম। তিনি আরোও বলেন, এমন ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকরা চিন্তিত রয়েছে।

স্থানীয়রা বলছেন, এ ধরনের চুরি রহস্যের জন্ম দেয়। দামি ল্যাপটপ প্রজেক্টর চুরি না করে প্রয়োজনীয় নথি চুরি করা ভিন্ন কোন উদ্দেশ্য হাসিলের জন্য। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান এবং এরকম ঘটনা যেন আর কখনও না ঘটে সে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান।

এ বিষয়ে বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ বিদ্যালয়টি পরিদর্শন করেছে। সেখানে আলমারি ভেঙে নিয়োগ সংক্রান্ত নথি চুরি করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি অভিযোগ দিতে বলা হয়েছে। সেই সাথে পুলিশও তদন্ত করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর