25 C
Dhaka
Thursday, October 2, 2025

নিউ মুরিংয়ে তেলবাহী ওয়াগনের সাথে বাসের সংঘর্ষ, যাত্রীসহ নিহত ৩

আরও পড়ুন

:: নেওয়াজ তুহিন ::

চট্টগ্রামের নিউ মুরিং এলাকায় ওয়াগন ট্রেনের সাথে বাসের মুখোমুখি  সংঘর্ষে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। একই দূর্ঘটনায় নিহত হয়েছেন রেলের পয়েন্টস ম্যান আজিজুল হক। সোমবার (৬ মার্চ )  রাত সাড়ে নয়টায় নিউমুরিং এলাকার মেঘনা ওয়েলের সামনে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়,   এয়ারপোর্ট রোডের মেঘনা অয়েলের  সামনে তেলের ওয়াগন আসার সময় রেল কর্মী ট্রেন থেকে সিগনাল দিতে নামেন।  এসময়  দ্রুতগামী একটি বাস সিগন্যাল ভেঙ্গে সজোরে রেলের ইঞ্জিনে  ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রেলের পয়েন্টম্যান আজিজুল হকের মৃত্যু হয়।  ধাক্কা লাগার পর  বাসটিও উল্টে যায়।  বাসের দুইযাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত  ঘোষনা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন,  ‘ দুর্ঘটনায় তিনজনকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।’

নিহতরা হলেন বাংলাদেশ রেলওয়ের পয়েন্টস ম্যান মোঃ আজিজুল হক(৩০),  আসাদুজ্জামান(৩০),  মিটন কান্তি দে(২৫)।

প্রত্যক্ষদর্শী আনোয়ার জানান, ‘ বাসটি সিগনাল না মেনে ডুকে পড়ে। মেঘনা ও যুমনা অয়েল থেকে তেলবাহী  ট্রেন বের হয়ে সিগনাল অতিক্রম করছিলো। সিগনাল দেবার জন্য রেলকর্মী আজিজুল নেমে আসেন। কিন্তু বাসটি দ্রুত গতিতে ইন্জিনে ধাক্কা দেয়,  বাসটি উল্টে যায়। আহতদের হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ‘

সিজিপিওয়াই প্রধান ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক বলেন, পদ্মা মেঘনা যমুনা থেকে তেল নিয়ে ফিরছিল একটি ওয়াগন ট্রেন। এ সময় রেলকর্মী আজিজুল হক সংকেত দিতে নামেন। হঠাৎ একটি দ্রুত গতির বাস এসে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়, ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়। বাসের দুই যাত্রীও আহত হয়। তাদেরকে হাসপাতালে নেবার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।   ‘

এইবা/তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর