25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

১৪ বছরের প্রেম – নাটোরের যুবককে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুনী

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

দীর্ঘ ১৪ বছর প্রেমের পর আদালতের মাধ্যমে নাটোরের যুবক আনিছ রহমান (৪২)কে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুনী সিটি হাসনা(৩২)।

আজ রবিবার দুপুরে নাটোর আদালত চত্ত্বরে কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এসময় বিয়ের আইনগত কাজ সম্পন্ন করেন অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন।

এর আগে গত শনিবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় প্রেমিক আনিছ রহমানের বাড়িতে আসেন ওই তরুণী। আনিছ একই এলাকার জলিল রহমানের ছেলে এবং সিটি হাসনা মালয়েশিয়ার একটি শহরের বাসিন্দা মশিন জাকরির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে মালয়েশিয়ায় এক কর্মক্ষেত্রে আনিছ ও সিটি হাসনার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়েে ওঠে। এর জেরে প্রায় ৫ বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়। তবে ভিসা জটিলতায় সিটি হাসনা বাংলাদেশে আসতে পারেননি। এরই এক পর্যায়ে উভয় পক্ষের পারিবারিক সিদ্ধান্তে রবিবার দুপুরে নাটোর আদালত চত্ত্বরে আইনগতভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় মালয়েশিয়ান তরুনীর মা উপস্থিত ছিলেন।

বিয়ের পর আদালত চত্ত্বরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নব এ দম্পত্তি।

৩ নম্বর খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মনিরুল ইসলাম জানান, আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেনেছি। তাদের দু’জনের জন্য শুভ কামনা ও দোয়া রইলো।

প্রেমিক আনিছ রহমান জানান, ১৪ বছরের প্রেমেরর সম্পর্ক ছিল আমাদের। আজ পারিবারিক ও আইনগতভাবে বিয়ের মধ্য দিয়ে আমাদের ভালবাসা পূর্ণতা পেল। আমরা আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
আইনজীবী অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন জানান, মালয়েশিয়ায় কাজের সুবাদে আনিছ রহমান ও সিটি হাসনার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পক্ষের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আদালত চত্ত্বরে আইনগতভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর