24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বন বিভাগের যোগসাজশে চুরি হচ্ছে ম্যানগ্রোভ বনের গাছ, কমছে বনের ঘনত্ব

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা:

প্রতিবছর নানা প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনজীবনকে রক্ষা করে ম্যানগ্রোভ বন। তবে ক্রমশই কমছে বনের ঘনত্ব। এখানে বনের রক্ষকই যেন হাজির হচ্ছেন ভক্ষক হিসেবে।

বরগুনার খাকদোন নদীর দু’পাড়ে ম্যানগ্রোভ বনে দিনে দুপুরে চলে গাছ নিধন। গণমাধ্যমের উপস্থিতি টের পেলেই গাছকাটার সরঞ্জাম ফেলে বন নিধন কারীরা চেষ্টা করেন সটকে যেতে।
বনবিভাগের নাকের ডগা থেকে চুরি হচ্ছে গাছ। অফিস বা মুঠোফোনে কর্মকর্তাদের পাওয়া না গেলেও খোঁজ নিয়ে জানা যায়, দিন ব্যাপী অফিস ফেলে মাঠেই কাজ করেন তাঁরা।
সচেতন মহল বলছেন, বনবিভাগের অবহেলার পাশাপাশি কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে অপরাধীদের সাথে।

ধরিত্রী রক্ষায় আমরা ( ধরা) এর সদস্য সচিব মুশফিক আরিফ বলেন, গাছ কাটা তো দুই এক মিনিটের ব্যাপার না গাছ কাটতে একটু দীর্ঘ সময় ব্যয় হয়। এদের সাথে অবশ্যই বন বিভাগের যোগসাজশ রয়েছে ।

সচেতন নাগরিক কমিটি, বরগুনা’র সভাপতি মনির হোসেন কামাল বলেন, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদের নজরদারিতে রাখতে হবে। তারা যদি এভাবে দেখেও না দেখার ভান করে তবে তাদের শাস্তি রাতে আনতে হবে।

স্থানীয়দের অভিযোগ, তালতালীর টেংরাগিরি বনে গাছ কেটে সাজানো হয় আগুন দেওয়ার নাটক। পাথরঘাটায় বনবিভাগকে ম্যানেজ করে অবৈধ জালে মাছ শিকারের কাজে ব্যবহার করা হয় গাছ। এতে, হুমকিতে উপকূলের ম্যানগ্রোভ বন।

জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটি ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, বরগুনার বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ বনের গাছ কেটে বিক্রি করে একটি অসাধুচক্র লাভবান হচ্ছে। এই জায়গাতে শুধু বন বিভাগ নয় আমাদের সকলেই সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

পরিচালক, পরিবেশ অধিদপ্তর ,বরিশাল মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ম্যানগ্রোভ বনাম রক্ষা ছাড়া আমাদের অন্য কোন উপায় নেই।

এদিকে, অবৈধ নিধনকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি বনভূমি রক্ষায় দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, আমরা বিভাগীয় বন কর্মকর্তা ও সহকারি বন রক্ষক কে বিষয়টি অবহিত করে চিঠি দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। বিষয় আমাদের অভিযান আরো জোরদার করব এবং যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ম্যানগ্রোভ বনের ভূমিকা অপরিসীম। আসন্ন পরিবেশ বিপর্যয় থেকে বাঁচতে সবুজ বনায়নে টেকসই পদক্ষেপের দাবী স্থানীয়দের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর