25 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে থার্টিফাস্ট পালনের সময় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে থার্টিফাস্ট পালনের সময় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের অফিস পাড়ায় এই ঘটনা ঘটে। ইসতিয়াক বনপাড়া পৌরশহরের কালিকাপুর মহল্লার ইকবাল বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু।

নিহত ইসতিয়াকের বাবা ও পুলিশ জানায়, থার্টিফাস্ট নাইট পালনের জন্য ইসতিয়াক তার বন্ধু অনি’র বাড়ি পৌর শহরের অফিস পাড়ায় যায়। সেখানে অনি’র দাদা শফিউল্লাহ ওরফে শফি ইঞ্জিনিয়ারের বাড়ির তিন তলায় বন্ধুদের সাথে গান-বাজনা ও খাবারের আয়োজন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নীচে পড়ে যায়। পরে সকল বন্ধুরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর