25 C
Dhaka
Thursday, October 2, 2025

বাহুবলে আকিজ গ্যাস ট্রান্সফরমেশন লাইনে বিস্ফোরণে ৪ জন নিহত

আরও পড়ুন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার কোম্পানিতে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে বিস্ফোরণে ইঞ্জিনিয়ারসহ ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ শ্রমিক। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, শাহ আলম (৪০), মিজান গাজী (৩৫), মাহফুজ মিয়া (৩০) ও রিয়াদ আহমেদ (২৮)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পাশে ডুবাঐ বাজার সংলগ্ন আকিজ ভেঞ্চার লিমিটেড কোম্পানির ট্রান্সফরমেশন লাইনে এ ঘটনা ঘটে।

জানা যায়, উল্লিখিত সময়ে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে মেরামতের কাজ করছিলেন ইঞ্জিনিয়ার শাহ আলম সহ কয়েকজন। এসময় গ্যাস ট্রান্সফরমেশন লাইনে বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরো দুজন মৃত্যুবরণ করেন।

বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভেঞ্চার লিমিটেডের অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে বিস্ফোরণ হয়। এসময় এক প্রকৌশলীসহ ৪ শ্রমিক নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর