25 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব পালিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

“এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সোমবার বেলা ১০ টার দিকে শহরের ভবানীগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রওশন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। বুদ্ধীদীপ্ত মেধাবী জাতি গঠন তথা গ্লোবাল ভিলেজে আগামীতে নেতৃত্ব দিবে বাংলাদেশর তরুন সমাজ। এজন্য তাদের কে সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকার এই লক্ষ্যে সকল কার্যকর পদক্ষেপ গ্রহন করবে।

জুলাই আগষ্ট বিপ্লবের অনুপ্রেরনায় উজ্জীবিত হয়ে এই উৎসব ১৯ শে ফ্রেবুয়ারী পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার দপ্তরের তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর