27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে দুইজনকে আড়াই লাখ টাকা জরিমানা

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে পদ্মানদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে নদীর চরাঞ্চল থেকে এক্সেবেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে দুজনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার উপজেলার পদ্মানদীতে এ অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

ভ্রাম্যমান আদালতের বিচারক মেহেদী হাসান বলেন, অবৈধভাবে নদী থেকে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী যথাক্রমে দেড় লাখ ও এক লাখ টাকা করে মোট আড়াই লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এই অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানের সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর