25 C
Dhaka
Thursday, October 2, 2025

আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে নাটোরে মানববন্ধন

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ নাটোর এর উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই-আগষ্ট বিপ্লব পরবর্তী একটি জনকল্যানমূলক রাষ্ট্র বির্নিমানের জন্য জনবান্ধব প্রশাসন ব্যবস্থা প্রয়োজন। তাই জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে ছাত্র-জনতাসহ বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সংক্রান্ত সুপারিশ প্রত্যাহার করা, উপসচিব পদে সকল কোটার অবসান ঘটিয়ে সকল ক্যাডারের সমন্বয়ে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উক্ত পদে নিয়োগ দান করা,সকল ক্যাডারের মধ্যে সমতা বিধান করার দাবি জানান।

বক্তরা আরো বলেন,আমরা আশা করি জনপ্রশাসন সংস্কার কমিশন অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে একটি জনকল্যাণমূলক জনপ্রশাসন পুনঃর্গঠন করবেন। অন্যথায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ পরবর্তীতে কঠোর কর্মসূচী গ্রহন করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ আসাদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তফা জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কল্যাণ প্রসাদ, নাটোর আধুনিক সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা. এ এইচ এম আনিসুজ্জামান পিয়াস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর