25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে গোয়েন্দা অভিযানে গাজা ও শাড়ি উদ্ধার ১ মাদক পাচারকারী আটক

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গতকাল রাত ১১ টায় নাটোর জেলার সদর থানা এলাকার দত্তপাড়া বাজারে ভুইয়া সুপার মার্কেট এর সামনে নাটোর-বনপাড়া মহাসড়কের উত্তর পার্শে পাকা রাস্তার উপরে রংপুর হতে সাতক্ষীরা শ্যামনগরগামী যাত্রীবাহী এম.কে পরিবহন বাস যার রেজিঃ নং-যশোর-ব-১১-০২৩৭ তল্লাশী করে বাসের ভিতরে বাম পাশে সামনের সিটে বসা টিকিট বিহীন যাত্রী আসামী মো: নাসিম মোল্লা ওরফে মদন (৬৫) এর দেহ তল্লাশী করে তার দুই পায়ের মাঝে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৬কেজি গাজায় মোড়ানো ৪০ টি তাঁতের শাড়ি উদ্ধার করেছে।
আটককৃত আসামীর নাম ১। মোঃ নাসিম মোল্লা ওরফে মদন (৬৫), পিতা-মৃত-আকবার আলী এনীয়ার চাঁদ, মাতা-মৃত-হামিদা খাতুন, সাং- শেরখালী আদর্শপাড়া, খানা-শাহাজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী এর উপপরিচালক জনাব মোহাঃ জিল্লুর রহমান জানান, গোপান সংবাদের ভিত্তিতে নাটোর জেলার সদর থানা এলাকার দত্তপাড়া বাজারে ভুইয়া সুপার মার্কেট এর সামনে নাটোর-বনপাড়া মহাসড়কের উত্তর পার্শে পাকা রাস্তার উপরে রংপুর হতে সাতক্ষীরা শ্যামনগরগামী যাত্রীবাহী এম.কে পরিবহন বাস যার রেজিঃ নং-যশোর-ব-১১-০২৩৭ তল্লাশী করে বাসের ভিতরে বাম পাশে সামনের সিটে বসা টিকিট বিহীন যাত্রী আসামী মো: নাসিম মোল্লা ওরফে মদন (৬৫) এর দেহ তল্লাশী করে তার দুই পায়ের মাঝে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৬কেজি গাজায় মোড়ানো ৪০ টি তাঁতের শাড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ নাসিম মোল্লা ওরফে মদন (৬৫) নিজ হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ক্রমিক নং ১৯ (গ) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় উল্লেখিত ধারায় আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর