25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

ঘন কুয়াশায় নাটোরে ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ -নিহত ১

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি :

নাটোরে ঘন কুয়াশার মধ্যে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে পেচন থেকে আরও চারটি ট্রাক ধাক্কা দিয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং ছয়জন গুরুত্তর আহত হয়েছে।

আজ সোমবার সকাল ৬টায় ঘটনাটি ঘটেছে নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে।

নিহত ট্রাকচালকের নাম হোসেন আলী (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

 

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আজ ভোর থেকে কুয়াশায় আচ্ছন্ন ছিল। সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের সংঘর্ষ হয়। অল্পক্ষণের মধ্যেই আরও চারটি ট্রাক দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়।এতে পাঁচটি ট্রাক দুমড়েমুচড়ে সড়কের ওপর পড়ে থাকে। অন্য একটি ট্রাক সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় সড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা সেখান থেকে একজন ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসাপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত তিনজন গুরুতর বলে পুলিশ জানিয়েছে।

যানজট নিরশনে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর