আল আমিন, নাটোর প্রতিনিধি :
নাটোরে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি নাটোরের আজিমনগর স্টেশনে প্রবেশের আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মহিষাখোলা এলাকায় ট্রেনটির ব্রেক জ্যাম হয়ে আগুন ধরে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থপক নূর মোহামম্মদ।
নাটোরের আজিমনগর স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ট্রেনটি নাটোরের আজিমনগর স্টেশনে প্রবেশের আগে মহিষাখোলা এলাকায় ট্রেনটির ব্রেক জ্যাম হয়ে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থপক নূর মোহামম্মদ বলেন, একটি কোচের ব্রেকের বক্স গরম হয়ে যাওয়ার কারণে আজিমনগর স্টেশন এলাকায় ট্রেনটি ৩৫ মিনিট দেরি হয়। তবে এই ঘটনায় হতাহত হয়নি। পরে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ।