25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোর কেন্দ্রীয় মহশ্মশান থেকে হাত-পা বাঁধা অবস্থায় প্রহরীর মরদেহ উদ্ধার

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি :

নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাস নামের এক প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রহরীকে হত্যার পাশাপাশি মন্দিরের ভেতর থেকে দানবাক্সসহ পুরোনো কাঁসা-পিতলের মালামাল লুটের ঘটনাও ঘটেছে।

শনিবার সকালে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় কাশিমপুর মহাশ্মশান থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর থানা পুলিশ ।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে।

শ্মশানের সহ-সভাপতি সুবল কুমার দাস জানান, সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরের গার্ড শ্মশানের ভেতরে প্রবেশ করলে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাসের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি শ্মশান কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ আসার পর শ্মশান কর্তৃপক্ষ মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখেন, দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে তালা ভেঙে দানবাক্সসহ পুরোনো কাঁসা, পিতলের মালামাল লুট করে নিয়ে যায় ।

নিহত তরুণ দাস প্রায় ১৫ বছর ধরে রাতে শ্মশানে থাকতেন বলে জানান তার ছোট ভাই ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাত-পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছি। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা রওনা দিয়েছে।তারা ঘটনাস্থলে আসলে আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , জড়িতদের চুরির সঙ্গে সম্পৃক্তা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর