25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটারে বড়দিন ও থার্টি ফাস্ট শান্তিপূর্ণভাবে উদযাপনে আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি:

আগামী ২৫ ডিসম্বর ‘বড়দিন’ উদযাপন এবং ৩১ ডিসম্বর ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে আইন-শংখলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় উৎসবমুখর পরিবেশে জেলার ৩৪টি চার্চে বড়দিন উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চার্চ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারী জোরদার করা হবে। ঐ সময় মাদকের অপব্যবহার রোধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পটকা ফোটানো এবং ফানুস উড়ানো যাবে না।

এছাড়া মোটরসাইকেলের লাগামহীন গতিরোধ করা হবে। উন্মুক্ত স্থানে উচ স্বরে গান বাজানো যাবে না।জেলার ৩৪টি চার্চের অনুকুলে ৫০০ কেজি করে চালের বরাদ্দপত্র ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

এতে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর লেফটেন্যাট কর্ণেল মুক্তাদির রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: শরিফুল ইসলাম, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা এবং চার্চের নেতৃবৃন্দ । উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর