25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

পটিয়ায় ছাত্রদলের আভ্যন্তরিন কোন্দলে ছুরিকাঘাতে গুরুতর আহত -১

আরও পড়ুন

পটিয়া সংবাদদাতা:

আধিপত্য নিয়ে চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ সিজান (১৯) নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।

সোমবার ১৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে পটিয়া বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত সিজান পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের উত্তর শ্রীমাই গ্রামের ৮নং ওয়ার্ডের নুরুল হকের পুত্র। ব্যানারে ছবি না দেওয়াকে কেন্দ্র করে একই এলাকার ছাত্রদল নেতা মোহাম্মদ মিজানের  সঙ্গে সিজানের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মিজান ছাত্রদল নেতা সিজানের কোমরের নিচে  বাটকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে । পরে দলীয় নেতাকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অবস্থার অবনতি হওয়ায় আহত সিজানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হামলাকারী ও আহত দুইজনেই দক্ষিণ জেলা বিএনপির সাবেক নেতা এনামুল হক এনামের অনুসারী বলে জানা যায় ।

জানা গেছে, ১৬ ডিসেম্বর উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির সাবেক নেতা এনামুল হক এনামের পক্ষ থেকে বিজয় মিছিল ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন করে। উপজেলার কচুয়াই ইউনিয়ন থেকে একটি বিজয় মিছিল দলীয় কার্যালয়ে আসার পথে ছাত্রদল নেতা মিজান ও সিজানের সঙ্গে ব্যানারে ছবি দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। তাদের বিজয় মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এলে এক পর্যায়ে মিজান ছাত্রদল নেতা সিজানকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাদিয়া সুলতানা জানান, কোমড়ের নিচের অংশে বাটকে ছুরিকাঘাত করায় গুরুতর আহত হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে সিজানকে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

কচুয়ায় ইউনিয়নের সাবেক মেম্বার বিএনপি নেতা জাকির হোসেন জানিয়েছেন, ছুরিকাঘাতে আহত হওয়ার বিষয়ে উভয় পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর