25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।আজ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত শহীদ চত্ত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে নাটোর সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মিজ আসমা শাহীন,এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হোসাইন।

বেলা ১১ টায় নাটোর বঙ্গজল রাজবাড়ী চত্ত্বরে জেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন । পরে তিনি মেলার সকল স্টল পরিদর্শন করেন এবং আগত দর্শনার্থীদের সাথে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।

দুপুর ১২ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হোসাইন। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর