25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরে বিজয় মেলা অনুষ্ঠিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরে বিজয় মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।আজ ১৬ ডিসেম্বর সোমবার সকাল থেকে সারাদিনব্যাপী নাটোর অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজপ্রাসাদ প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়।

বিজয় মেলা উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হোসাইন সহ বিভিন্ন সরকারি বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মেলায় কুটির শিল্প এবং হস্তশিল্পের মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। মেলায় ব্লক বুটিক সহ বিভিন্ন সেলাই করা বস্ত্র পোশাক পরিচ্ছদ পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে শিশুদের বিভিন্ন ধরনের খেলনাও প্রদর্শন করা হচ্ছে।

মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা রেশমা জানান, দিনব্যাপী এই স্টলে বিক্রি কেমন হবে জানিনা। তবে এই মেলার এক ধরনের প্রদর্শনী হয়ে থাকে। যেখান থেকে ক্রেতারা জানতে পারেন এই পণ্যগুলো কোথায় পাওয়া যায়। সেই সাথে বড় বিপনিবিতান গুলো তাদের কাছ থেকে ক্রয় আদেশ দিয়ে পণ্য সংগ্রহ করতে পারেন।

তিনি আরো জানান, জেলা প্রশাসকের এই উদ্যোগটি অত্যন্ত ফলপ্রসু হবে বলে মনে করছি।

উদ্যোক্তা মালিহা শেলী জানান,এই মেলায় মূলত তার প্রতিষ্ঠানের পরিচিতি বাড়াচ্ছে। একদিনে মেলায় অংশগ্রহণ করে বেশি কিছু আশা করা যাবে না। তবে নানা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের এই মেলাগুলোর আয়োজন করলে যেমন নারী উদ্যোক্তারাও উপকৃত হবে, সেই সঙ্গে সৌখিন ক্রেতারাও তাদের পণ্যগুলো খুঁজে নিতে পারবে।

মেলায় আগত এক দর্শনার্থী জানান, হঠাৎ করেই এই মেলা আয়োজনের কথা শুনেই দেখতে এসেছেন। পণ্য ক্রয় করার প্রস্তুতি নিয়ে আসেন নি। তবে কোন পণ্য ক্রয় করার ইচ্ছে হলে তারা প্রতিষ্ঠানগুলোর ঠিকানা খুঁজে নিয়ে ক্রয় করবেন। কেউ কেউ শুধুই দেখতে এসেছেন কিনতে নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর