25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরের লালপুরে মধ্যরাতে বাড়ির সামনে দোকানিকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে মধ্যরাতে বাড়ির সামনে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো.সাইফুল ইসলাম।

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বামনগ্রামে এ ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল (৫৫) উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামের এবাদ মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে সাইফুল ইসলাম বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ওসি নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর