25 C
Dhaka
Thursday, October 2, 2025

বিএনপির জনসভা মঞ্চে ওঠা নিয়ে মুখ খুললেন ‘পলকের শ্যালিকা’

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি :-

নাটোরের সিংড়ায় বিএনপি আয়োজিত জনসভায় আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচাতো শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর অবশেষে মুখ খুললেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।তবে ফারজানা রহমান জানিয়েছেন কিভাবে তিনি সেদিনের মঞ্চে উঠেছিলেন। ফারজানা রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে তার বাসভবন থেকে দুরে চেম্বারে যাবার সময় রিক্সা না পেয়ে হেটে যাচ্ছিলেন।এসময় সিংড়া কোর্ট মাঠে পৌছালে এলাকার কিছু মানুষ তাকে ঘিরে ধরে কুশল বিনিময় করেন।সেখানেও কিছু স্থানীয় লোকজন তাকে মঞ্চের নিচে চেয়ারে বসতে বলেন।এক পর্যায়ে মাইকে তার নাম ঘোষণা করা হলে তিনি মঞ্চে ওঠেন।তবে বিএনপির নেতারা উপস্থিত হয়ে অনুষ্ঠান শুরু হলে নেমে যান তিনি।

ফারজানা আরো বলেন, তার চাচাতো বোনের স্বামী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হলেও তাঁর নিজের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সিংড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সুযোগ থাকা সত্বেও আওয়ামী লীগের আমলে তিনি কোনরুপ দলীয় সুবিধা বা পরিচয় ধারন করেননি।বর্তমানে তাকে নিয়ে আলোচনা – সমালোচনায় খুবই বিব্রত তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর