25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী:

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে পটুয়াখালীত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পলিত হয়েছে।

এ উপলক্ষে সমাবেশ, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন, জনসচেতনামূলক বাইসাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সনাক (টিআইবি) এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতিবিরোধী দিবস সমাবেশ হয়। সমাবেশ শেষে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন এবং দুদক পতাকা উত্তোলন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর উপ-পরিচালক তানভীর আহমেদ।

এছাড়াও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জনসচেতনামূলক বাইসাইকেল র‌্যালি উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন।

স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর উপ-পরিচালক তানভীর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. মো. সোহরাব হোসেন, সনাক (টিআইবি) এর জেলা কার্যালয়ের কো-অর্ডিনেটর সুকুমার চন্দ্র মিত্র, ইয়েস সদস্য শিক্ষার্থী সুমনা আক্তার প্রমুখ।
উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সনাক (টিআইবি) এর সদস্যবৃন্দ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো. রাসেল রনি, মো. আ. লতিফ হাওলাদার, তাপস বিশ্বাস, উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন, সোমা রানী সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি প্রফেসর মো. জাফর আহম্মেদ, সহ-সভাপতি সুভাষ চন্দ্র দাস, সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, গোপাল হালদার, নেফাজ উদ্দিন, সাবরিনা, এনায়েত হোসেন, পারভিন আক্তার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর