25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বকশীগঞ্জে ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত

আরও পড়ুন

জামালপুর সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে ৪ঠা ডিসেম্বরের এই দিনে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্মৃতি পর্বে ১১ নম্বর সেক্টরের ঐতিহাসিক ধানুয়া কামালপুরে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

এই দিবসকে উপলক্ষ করে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বেলা ১১ টায় দেশের জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা সহ নানা আয়োজন করা হয়েছে।

এছাড়াও বেলা দুপুর ১২ টায় ঐতিহাসিক ধানুয়া কামালপুর মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মতিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ঘটনার স্মৃতিচারণ ও ৪ঠা ডিসেম্বর ধানুয়া কামালপুরের শত্রুমুক্ত দিবসের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অনেকে অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর