25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

রাঙামাটির সাজেক ভ্রমণে আবারো নিষেধাজ্ঞা পর্যটকদের

আরও পড়ুন

বিপ্লব তালুকদার ,খাগড়াছড়ি:
একমাস পার হতে না হতেই রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে আবারও বিধি-নিষেধ দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার (৪ ডিসেম্বর) সাজেকে পর্যটকদের ভ্রমণে বিধি-নিষেধ দেয়া হয়।

দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরে আবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া বর্তমানে যারা সেখানে অবস্থান করছেন তাদের বুধবার নিরাপদে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর