25 C
Dhaka
Thursday, October 2, 2025

ইঞ্চি জায়গা কারও হাতে ছেড়ে দেবো না-ডা. শফিকুর রহমান

আরও পড়ুন

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান বলেছেন, আমাদের চাওয়া একটা জাস্ট সোসাইটি, একটা জাস্ট বাংলাদেশ অর্থ্যাৎ একটি ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ।

এটা বির্নিমাণ করতে সবাইকে অনেক ত্যাগের জন্য প্রস্তুতি নিতে হবে। আকাশ দেখিয়ে তিনি বলেন মাথার ওপর আসমানে কালো মেঘ আছে ও চিল ঘোরাফেরা করছে টেরপান তো,সবাইকে সজাগ থাকতে হবে,আরও ত্যাগের জন্য প্রস্তুতি নিতে হবে। বুকের রক্ত থাকতে দেশের এক ইঞ্চি জায়গা কারও হাতে ছেড়ে দেবো না, জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করতে হবে।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে বানারীপাড়া পৌর শহরের প্রবেশ দ্বার রায়েরহাট ব্রিজের ঢালে সংক্ষিপ্ত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি এসময় আরও বলেন, শিক্ষার্থীরা চেয়েছিলেন শিক্ষালাভের পরে তারা বেকার হয়ে দুয়ারে দুয়ারে ঘুরবে না, চাকরির জন্য আত্মহত্যা করবে না, তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে।

তাদের আরও চাওয়া ছিল দেশে ন্যায়বিচার কায়েম হবে.ঘুষ-দুর্নীতি থাকবে না,একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ হবে। কিন্তু তাদের সেই ন্যায়সঙ্গত দাবী সরকার মানলো না নির্বিচারে গুলি করে দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা ও ২৪ হাজার জনকে চিরতরে পঙ্গু করে দেওয়া হল। আমাদের কলিজার টুকরা সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে,জীবন দিয়ে মুক্ত বাংলাদেশ করে দিয়ে গেছে।

তাদের এত ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ বির্নিমাণে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

প্রসঙ্গত,দক্ষিণ বঙ্গের উল্লেখযোগ্য দুই দ্বিনি মারকাজ হযরত আজীজুর রহমান কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা ও পীর সাহেব নেছার উদ্দিন রহমাতুল্লাহ্ আলাইহির স্মৃতি বিজড়িত পিরোজপুরের স্বরূপকাঠির ছারছীনা দরবার শরীফ পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে ছারছিনা দরবার শরীফ পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তিনি বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট এলাকায় হুডখোলা গাড়িতে পথসভা করেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন বরিশাল মহানগরী জামায়াতে ইসলামীর আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলার জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার ,বরিশাল জেলার জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার,মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদীসহ আরো অনেকে। পথসভায় এছাড়াও আরো উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো.খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারী মোকাম্মেল হোসেন মোজাম্মেল,পৌর জামায়াতের আমীর কাওছার হোসেনসহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর