28.2 C
Dhaka
Friday, October 3, 2025

ছয় বছর আগে সাদপন্থীদের নগ্ন হামলা, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

আরও পড়ুন

প্রেস বিজ্ঞপ্তি :::

২০১৮ সালের ১লা ডিসেম্বরে ওলামা-তোলাবা ও তাবলীগের নিরীহ সাথীদের উপর সাদপন্থীদের নগ্ন হামলার বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে সাদ বিরোধীরা। আজ (১ ডিসেম্বর) রোববার, দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে উত্তরাস্থ জামিয়াতুল মানহালের মহাপরিচালক মুফতী কিফায়াতুল্লাহ আজহারীর উপস্থাপনায় লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ঠ দা’ঈ, আলেমেদ্বীন মাওলানা আমানুল হক।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতী বশিরুল্লাহ, মাওলানা লোকমান মাজহারী প্রমুখ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ১লা ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশের ছত্রছায়ায় সাদপন্থী উশৃংখল সাথীদের কর্তৃক নিরিহ তাবলিগী সাথী ভাই, উলামা-মাশায়েখ এবং ছাত্রদের উপর হামলার বিচারের দাবিতে আজ আমরা উলামা মাসায়েখ বাংলাদেশের পক্ষ থেকে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি।

তারা বলেন, ২০১৮ সালের ১লা ডিসেম্বর ভারতের বিতির্কিত মাওলানা সাদের অনুসারীগণ টঙ্গীর ইজতেমা ময়দানে শান্তিপূর্ণভাবে অবস্থানরত শুরায়ী নেজাম তথা- ওলামা হাযরাতগণের তত্ত্বাবধানে পরিচালিত তাবলীগী সাথী ভাই (বয়োবৃদ্ধ সাথীসহ) সাধারণ মুসল্লী, উলামায়ে কেরাম এবং ছাত্রদের উপর নৃশংস হামলা চালায়। এতে গাজীপুরের তৎকালীন পুলিশ কমিশনার প্রত্যক্ষভাবে জড়িত ছিলো।

নেতৃবৃন্দ আরো বলেন, সাদপন্থীরা সেদিন নামাজে সেজদারত অবস্থায় লোহার রড দিয়ে পিটিয়ে আমাদের সাথী ভাইদের আহত করে, মসজিদ মাদরাসা ভাংচুর করে। ইজতেমার ময়দানে ছোট ছোট কোমলমতি ছাত্রদের ধরে ধরে নদীতে ছুরে মারে। আমরা পতিত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পুলিশ কমিশনার বেলালসহ জড়িত সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, এমন লোমহর্ষক একতরফা হামলার ঘটনাকে ঐ সময় মিডিয়াগুলোতে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে উল্লেখ করা হয়। আমরা সে সময়ও এই ব্যাপারে জোর প্রতিবাদ জানিয়েছি এবং আজকেও জানাচ্ছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষ প্রকৃত ঘটনা সঠিকভাবে উদঘাটনের মাধ্যমে একতরফা হামলার সাথে জড়িত সকল দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর