24.5 C
Dhaka
Friday, October 3, 2025

দুর্নীতির অভিযোগে কুয়েটের সাবেক ভিসি, প্রোভিসিসহ ১২ সাময়িক বহিষ্কার

আরও পড়ুন

খুলনা প্রতিনিধি ::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা প্রদান ও অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগে কুয়েটের সাবেক ২ ভিসি, ১ প্রো-ভিসি, ৩ শিক্ষক, ৬ কর্মকর্তা ও ১ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২১ শে নভেম্বর অনুষ্ঠিত  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় গৃহীত মোতাবেক তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের ভিসি প্রফেসর ড. মাসুদ।

চাকরী থেকে সাময়িক বরখাস্তকৃতরা হলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার , সাবেক ভিসি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সাবেক প্রো-ভিসি মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. সোবহান মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল-কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া কর্মকর্তা ও কর্মচারীরা হলেন ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী, ডেপুটি রেজিস্ট্রার দেবাশীষ মন্ডল, সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য শাখা) মনোজ কুমার মজুমদার, সহকারী কম্পট্রোলার জি.এম. আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার মোঃ ওমর ফারুক, সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ মেহেদী হাসান রাজন, অফিস সহায়ক সত্যজিত কুমার দত্ত।

কুয়েটের ভাইন চ্যান্সেলর প্রফেসর ড. মাসুদ জানান, সাময়িক বরখাস্তকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম তদন্ত করতে একটি কমিটি করা হয়। সেই কমিটির সুপারিশে তাদের বিরুদ্ধে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর