চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি ৫৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি ৪৪ পয়সা আয় হয়েছিল। বড় ধরনের লোকসানে আছে ব্যাংকটি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপনি তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে ব্যাংকটির এই লোকসান হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির নিট সম্পদের মূল্য ছিল ঋণাত্মক।
গতকাল বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ তথ্য প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ খবর পাওয়া গেছে।
বছরের তৃতীয় প্রান্তিকে লোকসান হলেও সামগ্রিকভাবে প্রথম তিন প্রান্তিকে মুনাফা করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে, অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৯ টাকা ১৪ পয়সা।
গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের দামও কমতির দিকে। গত এক বছরে এই কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৯ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৫ টাকা ১০ পয়সা। ২০২২ সালে গ্লোবাল ইসলামী ব্যাংক ৫ শতাংশ নগদ ও সমপরিমাণ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
উল্লেখ্য, ৫ আগষ্ট ছাত্র আন্দোলনে শেখ হাসনিার পতনের বাংলাদেশ ব্যাংক এস আলমের রাহু মুক্ত করে ব্যাংকটিতে পূর্ণগঠণ করতে একটি পরিচালনা পর্ষদ গঠণ করে দেয়।
বড় ধরনের লোকসানে গ্লোবাল ইসলামী ব্যাংক
