24.3 C
Dhaka
Friday, October 3, 2025

আইসিএমএবি এর পুরুস্কার বিতরন

আরও পড়ুন

অনলাইন ডেক্স: দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অফ বাংলাদেশ (আইসিএমএবি) আজ ১৭টি বিভাগে ৪৬ টি তালিকাভুক্ত সহ বিভিন্ন সংস্থা ও কোম্পানিকে আর্থিক প্যারামিটার এবং আর্থিক সূচকসমূহের ভিত্তিতে তাদের সেরা কর্পোরেট অনুশীলনের জন্য স্বীকৃতি দিয়েছে।

আইসিএমএবি সেরা কর্পোরেট পুরস্কারের বিজয়ী সংস্থা ও প্রতিষ্ঠানগুলো কে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ এই তিন নামাঙ্কিত সুদৃশ্য ট্রফি দ্বারা পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের  সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে একটি জুরি বোর্ড, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট – BANCAT এর বোর্ড অফ ট্রাস্টির সভাপতি জনাব আনিস এ খান, এবং ক্রেডিট রেটিং ইনফরমেশন এবং সার্ভিসেস লিমিটেডের নির্বাহী প্রেসিডেন্ট জনাব মুজাফফর আহমেদ এফসিএমএ  বিজয়ীদের অনুমোদিত তালিকা পর্যালোচনা করেছে, যা ইনস্টিটিউটের মূল্যায়ন দলের ৪৫ জন বিশেষজ্ঞ সদস্য দ্বারা মূল্যায়ন ও সুপারিশ করা হয়েছে।

রাজধানী ঢাকাস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত একটি বর্ণাঢ্য¨ ও আনন্দমুখর পরিবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা, অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখে বিজয়ী সংস্থাদের শীর্ষ কর্মকর্তাদের নিকট এ পুরস্কার তুলে দেন।  

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, জনাব শেখ  বশির উদ্দিন ,বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সেলিম উদ্দিন, এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এর সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান জনাব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা, স্টেকহোল্ডার, গণমাধ্যম ব্যক্তিত্ব, ইনস্টিটিউটের সদস্য, পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণসহ মিডিয়া ও প্রচারমাধ্যম এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট জনাব আরিফ খান এফসিএমএ এবং সভাপতির বক্তব্য রাখেন আইসিএমএবি প্রেসিডেন্ট জনাব মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ। ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের সেক্রেটারি জনাব এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ। দেশীয় ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে এবারের আসরের সমাপ্তি ঘটে।

আইসিএমএবি বেস্ট কর্পোরেট পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের তালিকাঃ

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (এসওসিবি) ক্যাটাগরিতে সোনালী ব্যাংক পিএলসি- গোল্ড, রূপালী ব্যাংক পিএলসি- সিলভার এবং অগ্রণী ব্যাংক পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে ব্র্যাক ব্যাংক পিএলসি- গোল্ড, ইস্টার্ন ব্যাংক পিএলসি- সিলভার এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-গোল্ড পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বিভাগে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি- গোল্ড, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি- সিলভার এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সেনা ইন্স্যুরেন্স পিএলসি- গোল্ড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি- সিলভার  এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

 লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-গোল্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-সিলভার এবং সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি- গোল্ড, রেনাটা পিএলসি- সিলভার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি- গোল্ড, ক্রাউন সিমেন্ট পিএলসি- সিলভার এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে মতিন স্পিনিং মিলস পিএলসি- গোল্ড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি- সিলভার এবং স্কয়ার টেক্সটাইল পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

মাল্টিন্যাশনাল কোম্পানি-ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড- গোল্ড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি- সিলভার  এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

অন্যান্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বিএসআরএম স্টিলস লিমিটেড- গোল্ড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড- সিলভার এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

পাওয়ার জেনারেশন ক্যাটাগরিতে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড- গোল্ড এবং ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

তেল, গ্যাস ও এনার্জি বিভাগে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড- গোল্ড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড- সিলভার এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

এনজিও ক্যাটাগরিতে ব্র্যাক পেয়েছে- গোল্ড, আইসিডিডিআর,বি- সিলভার এবং অ্যাকশন এইড-বাংলাদেশ ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

এগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং ক্যাটাগরিতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড- গোল্ড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড- সিলভার এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড- ব্রোঞ্জ পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

ট্রেডিং অ্যান্ড অ্যাসেম্বলি ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-গোল্ড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিসিএল)- সিলভার পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

আই.টি. এন্ড টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে গ্রামীণফোন লিমিটেড- গোল্ড এবং রবি আজিয়াটা পিএলসি- সিলভার পজিশন পেয়ে বিজয়ী হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর