24.3 C
Dhaka
Friday, October 3, 2025

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বাদি যুবলীগ কর্মী

আরও পড়ুন

চট্টগ্রাম প্রতিনিধি ::

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১৮৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কফিল উদ্দিন নামের এক ব্যক্তি। কফিল নিজেও যুবলীগ কর্মী বলে জানা গেছে। আর তাই খবরটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গত সোমবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলা করেন কফিল। তবে বিষয়টি জানাজানি হয় আজ বুধবার। শুনানি শেষে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন কফিল। তিনি নিজেও কোতোয়ালি থানায় আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরেক মামলায় আসামি।

পুলিশ বলছে, কফিল কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপঅর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত। বাবরের সঙ্গে যুবলীগের বিভিন্ন মিটিং-মিছিলেও অংশ নিয়েছেন। এ সংক্রান্ত একাধিক ছবিও তার ফেসবুক প্রোফাইলে আছে।

কফিল নন্দনকানন এলাকায় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে চাকরি করেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র, মাদকসহ তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার হয়ে একাধিকবার কারাগারেও গেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর