28.2 C
Dhaka
Friday, October 3, 2025

সাড়ে তিন মাস তালাবদ্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব

ডিসির নেতৃত্বে অন্তবর্তীকালীন কমিটির কার্যক্রম শুরু

আরও পড়ুন

তানভীর আহমেদ :::

৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তালাবদ্ধ ছিলো চট্টগ্রাম প্রেসক্লাব।  সাড়ে তিন মাস পর চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে গঠিত চার সদস্যের অন্তবর্তীকালীন কমিটি  দায়িত্ব নেবার পর বুধবার (২০শে নভেম্বর) দুপুরে খুলে দেয়া হয়েছে প্রেসক্লাব।

ছাত্রজনতা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সৃষ্ট অচলাবস্থা নিরসনে সরকার কতৃক তদন্ত এবং পরবর্তীতে সরকারের নির্দেশে গঠিত প্রেসক্লাবের অন্তবর্তী কমিটি আজ বুধবার সকালে দায়িত্ব গ্রহন করেছে।

অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক জেলা প্রশাসক ফরিদা খানম এবং সদস্য সচিব দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল কচি। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির বাকি দুই সদস্য হলেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, গ্লোবাল টেলিভিশন চট্টগ্রামের ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ । সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যদের সাথে নিয়ে তালা খুলে দেয় অন্তবর্তীকালীন কমিটি।

৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে চট্টগ্রাম প্রেসক্লাবের কমিটির নেতারা । ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে ছাত্র আন্দোলনের বিপক্ষে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্লাবে তালা ঝুলিয়ে দেয়। দফায় দফায় ক্লাবে প্রবেশের চেষ্টা করলেও কমিটির নেতাদের ক্লাবে ডুকতে দেয়া হয় নি। পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের  মহাপরিচালক ( ডিএফই) আবুল কালাম মোহাম্মদ  শামসুদ্দিন চট্টগ্রাম  প্রেসক্লাবের কমিটি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে পৃথক পৃথক বৈঠক করেন। তথ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ( ডিএফই) আবুল কামাল শামসুদ্দিন দেয়া তদন্ত রিপোর্টে উঠে আসে ফ্যাসিস্ট সরকারের পক্ষে প্রেসক্লাব নেতাদের নানা বিতর্কিত ভূমিকা।

তদন্ত রিপোর্টের সুপারিশ অনুযায়ী চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম প্রেসক্লাবের কমিটি ভেঙে দেন। বিরোধে জড়ানো সদস্যদের  দুই পক্ষের তিনজন করে সদস্য নিয়ে অন্তবর্তীকালীন কমিটি গঠন করেন। যদিও অচলাবস্থা নিরসনে চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃত্বে থাকা (আওয়ামীপন্থী) সভাপতি -সাধারণ সম্পাদক তাদের মনোনীত তিনজনের নাম নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসকের কাছে জমা দেন নি।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়,নাম জমা দেবার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা ( সাবেক কমিটি)। নির্ধারিত সময়ে তারা ( আওয়ামী লীগ পন্থী) অন্তবর্তীকালীন কমিটির জন্য তাদের মনোনীত সদস্যদের নাম জমা দেওয়ায় ডিসির নেতৃত্বে চারজনের আংশিক কমিটি কার্যক্রম শুরু করে।

এদিকে, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির প্রথম সভা আজ বুধবার (২০ নভেম্বর) বিকালে আহ্বায়ক ও জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ছাত্রজনতার গণআন্দোলন পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সৃষ্টি সংকট নিরসনে সরকারের নির্দেশে তদন্ত কার্যক্রম পরবর্তী প্রেসক্লাবের অন্তবর্তী কমিটি গঠনের পূর্ববর্তী সংশ্লিষ্ট সকল কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়।

এছাড়া, অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখায় ক্লাবের চলমান সকল ব্যাংকের হিসাব পরিচালনার জন্য তিনসদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সদস্য পদপ্রদান ও স্থায়ী সদস্যদের যাচাই-বাছাইপূর্বক সদস্য পদ বিষয়ক চার সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, মুস্তফা নঈম ও গোলাম মওলা মুরাদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দেয়া, পাশ্ববর্তী একটি দেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালনসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড জড়িত ছিলেন চট্টগ্রাম ক্লাব কমিটির নেতারা। প্রেসক্লাবের  সাবেক সভাপতি সালাউদ্দিন রেজা ও দেবদুলাল ভৌমিকের নেতৃত্বে ভারতীয় হাইকমিশনের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনের বিপক্ষে আয়োজিত  সমাবেশে উস্কানিমূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের নেতারা। দীর্ঘ  সাড়ে তিনমাস বন্ধ থাকার পর পুনরায় সচল হওয়ায় স্বস্থি ফিরে এসেছে ক্লাবের স্থায়ী সদস্যদের মাঝে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর