28.2 C
Dhaka
Friday, October 3, 2025

নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য- শিল্প উপদেষ্টা

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :-

নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ বিকেলে নাটোরের লালপুরে নর্থবেঙ্গল চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শিল্প উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অনেক কিছু করে দেবে, সেটা সম্ভব নয়। সরকারের উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তখন তারা এগুলো এগিয়ে নেবে।

তিনি বলেন, দেশের চিনিকলগুলো আবারও সচল করা হবে। চিনির উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনাই সরকারের লক্ষ্য।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক আছমা শাহীন,পুলিশ সুপার মারুফাত হোসাইন, নর্থবেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে নর্থবেঙ্গল চিনিকল ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর