নিজস্ব প্রতিবেদক :::
দীর্ঘ একযুগ পর দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তার সঙ্গে দেশে ফিরবেন শেখ হাসিনা সরকারের কোপানলে পড়ে নির্বাসিত আরও ৮৫ প্রবাসী নেতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতা-কর্মীরা।
যুক্তরাজ্য বিএনপির সহ স্বনির্ভর সম্পাদক লুবেক আহমেদ জানান, বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় যাত্রা করেছেন। পবিত্র ওমরাহর সকল কার্যক্রম সম্পন্ন করে মদিনা শরিফে যাবেন। যেখানে নবী করিমের (সাঃ) পবিত্র রওজা মোবারক জিয়ারত করবেন। অতঃপর ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় মদিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ২০ অক্টোবর ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবেন।
দলীয় সুত্র জানিয়েছে, যুক্তরাজ্যে বিএনপির নেতারা একইদিন বেলা ২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। পরে নয়াপল্টন কার্যালয়ে যাবেন।
২২ অক্টোবর কয়ছর এম আহমদ নিজের জন্মস্থান সিলেটের জগন্নাথপুর যাবেন। সিলেটের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর দলীয় নেতা-কর্মীরা তাকে পৌর পয়েন্টে বিপুল সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে।
দলের ত্যাগী ও পরিছন্ন নেতা কয়ছর আহমেদকে অভ্যার্থনা জ্ঞাপনের জন্য সিলেটের সর্বত্রই ব্যাপক প্রস্তুতি চলছে। দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় কয়ছর এম আহমদ আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, শেখ হাসিনার প্রতিহিংসা পরায়নতার শিকার হয়ে আমি একযুগ দেশে ফিরতে পারিনি। সর্বশেষ ২০১২ সালে দেশে এসেছিলাম ; এরপর আমি ও আমার পরিবারের কেউ দেশে আসতে পারি নি। বেশ কয়েকবার আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছিলো আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এমন কি সিলেট শহরে আমার পরিবারের অন্য সদস্যের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছিলো স্বৈরাচার শেখ হাসিনার দোসর প্রশাসন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পারছি। দেশে ফিরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, এটা ভেবে আমি খুবই আবেগ আপ্লুত ।
যুক্তরাজ্যসহ ইউরোপ জুড়ে দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনতার পাশাপাশি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনমত গঠনে দেড় যুগ ধরে ভূমিকা রেখেছিলেন কয়ছর এম আহমেদ। বিদেশের পাশাপাশি দেশে বিএনপি, ছাত্রদল,যুবদল নেতাদের কাছে বেশ জনপ্রিয় কয়ছর আহমেদ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কয়ছর এম আহমদ এর জন্মস্থান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামে। তিনি তৃনমূল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে পরপর তিনবার যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।