24.5 C
Dhaka
Friday, October 3, 2025

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ডিবি হেফাজত

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময়দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল বাবুসহ চারজন আটক করেছে পুলিশ। তাদের হেফাজতে নিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

সোমবার দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া এলাকা থেকে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ চারজনকে আটক করে ধোবাউড়া থানায় রাখা হয়েছে। তাদের ওষুধপত্রসহ প্রয়োজনীয় জরুরি সেবা দেওয়া হয়েছে। ঢাকায় তাদের নামে মামলা রয়েছে। ঢাকা থেকে ডিবির একটি টিম তাদের নিয়ে যায়। তাদের নামে যেখানে যেখানে মামলা রয়েছে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।

এর আগে সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের চার জনকে আটক করে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর