25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়ি গুইমারা উপজেলায় কোটি টাকার গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

আরও পড়ুন

খাগড়াছড়ি প্রতিনিধি: 

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারাতে প্রায় কোটি টাকা মূল্যের একটি গাড়িতে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার যৌথ খামার এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে (ঢাকা মেট্রো ঘ -১৫.৭৬৩০) নাম্বারের একটি ভি আই পি গাড়ি গুইমারা বাজারের দিকে আসছিল। গাড়িটি উপজেলার যৌথ খামার এলাকায় পৌঁছালে পথের মধ্যে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি ফাঁকা গুলি করে। এ সময় গাড়িতে থাকা ড্রাইভার সহ দুই ব্যক্তি জীবন রক্ষার্থে পালিয়ে গেলেও দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তবে গাড়ি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সঠিক কোন তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে এটি খাগড়াছড়ির সাবেক সাংসদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার গাড়ি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, গাড়িটিতে অগ্নি সংযোগের সংবাদ পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি, এটি কার গাড়ি এ বিষয়ে তদন্ত চলছে, একই সাথে কারা ঘটনাটি ঘটিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর