নিজস্ব প্রতিবেদক :::
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলন চলার সময় পুলিশের গুলিতে নিহত মিরপুরের স্কুল ছাত্র শাহরিয়ার হাসান আলভীর বাবা সোমবার মামলাটি দায়ের করেন।
মামলাটিতে শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৫০০ জনের বিরুদ্ধে।
এর আগে গত ১৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরেকটি মামলা করেছিলেন সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। এতে আসামি করা হয়েছিল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশিদকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগেরও বিচার দাবি করা হয় ওই মামলায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে হওয়া গণহত্যার বিচার নিশ্চিত করতে। ২০০৮ সালে সরকার গঠনের পর শেখ হাসিনার হাত ধরেই এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়। দুটি ট্রাইব্যুনালের মাধ্যমে বেশ কয়েকজন শীর্ষ যুদ্ধাপরাধীর সাজাও কার্যকর হয়েছে।