25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

মিরসরাইয়ে ৪ ঘণ্টা অবরূদ্ধ বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার

যুবলীগ নেতা এলিটের বাসায় বৈঠক

আরও পড়ুন

মিরসরাই প্রতিনিধি ::

চট্টগ্রামের মিরসরাইয়ে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোরশেদ এলিটের বাসায় গোপন বৈঠকের খবর পেয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকারকে চার ঘন্টা অবরুদ্ধ করে মিরসরাই  বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন।

গোলাম আকবর খন্দকার ওই এলাকায় নগদের পরিচালক ও যুবলীগ নেতা  নিয়াজ মোর্শেদ এলিটের আমন্ত্রণে গিয়েছিলেন। বিএনপি নেতা মনিরুলের ছেলে নিয়াজ মোর্শেদ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।শনিবার সকালে এই ঘটনা ঘটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গোলাম আকবর খন্দকার ও বিএনপি নেতাকর্মীদের সাথে  বাকচিতের  ভিডিও।

ঘটনাস্থলে গোলাম আকবর খন্দকার সাংবাদিকদের বলেন, ‘যার বাড়িতে গিয়েছিলাম তিনি মনিরুল ইসলাম ইউসুপ। যিনি কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য এবং মিরসরাই উপজেলা বিএপির আহ্বায়ক কমিটির সদস্য। তবে তার ছেলে যুবলীগের কেন্দ্রীয় নেতা। শনিবার তিনি আমাকে চায়ের দাওয়াত দিলে আমি ইউসুপ সাহেবের বাড়িতে যাই। ’

নাম প্রকাশে   উত্তর জেলা বিএনপির এক নেতা জানান, নগদের পরিচালক নিয়াজ মসজিদ এলিটের  সাথে উত্তর জেলার আহবায়ক  গোলাম আকবর খন্দকারের ব্যবসায়িক সম্পর্কের কথা অনেকেই জানতো। ৫ ই আগস্ট পট পরিবর্তনের পর নিয়াজ মোরশেদ এলিট  পালিয়ে রয়েছে। তার বাবা মনিরুল ইসলাম বিএনপির রাজনীতিতে সক্রিয় না থেকেই অর্থের জোরে পদ পেয়েছেন। বাড়িতে থাকা নিয়াজ মোর্শেদ এলিটের অর্থ সরিয়ে নিতে ওই নেতা সেখানে যান। খবর পেয়ে তাকে অবরুদ্ধ করে মিরসরাই বিএনপি, ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। ‘

সুত্রমতে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার শনিবার বেলা ১২টার দিকে মনিরুল ইসলাম ইউসুপের বাড়িতে যান। নানা বিতর্ক থাকলেও মনিরুল ইসলামকে মুক্তিযোদ্ধা দলের পদ পাইয়ে দেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা (বরখাস্ত) শওকত মাহমুদ। মনিরুল ইসলামের ছেলে এলিট সারাদেশে যুবলীগের শীর্ষ অর্থ যোগানদাতা।

সুত্রটি জানায়, মিরসরাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন দুটি আলাদা গ্রুপে পরিচালিত হয়। একটির নেতৃত্বে আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। অপরটির নেতৃত্বে আছেন আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। যিনি সর্বশেষ ২০১৮ সালে মিরসরাই আসন থেকে বিএনপির হয়ে সংসদ নির্বাচনে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর