25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চলাচলের দাবি

রেলমন্ত্রীকে পটিয়ার মেয়রের স্মারকলিপি

আরও পড়ুন

মহিউদ্দীন চৌধুরী,পটিয়া চট্টগ্রাম প্রতিনিধিঃঃ

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে লোকাল ট্রেন চালু, পটিয়ায় ডেমু ট্রেন, দোহাজারী ডেমু ট্রেন চালুকরণসহ ঢাকা-কক্সবাজার ও কক্সবাজার-ঢাকাগামী দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির জন্য রেল মন্ত্রী জিল্লুল হাকিম এর কাছে লিখিত স্মারকপত্র প্রেরণ করছেন পটিয়া পৌর মেয়র আলহাজ্ব মো: আইয়ুব বাবুল।

গতকাল (মঙ্গলবার) বিকেলে মন্ত্রীর কাছে এ পত্র তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তছলিম উদ্দিন রানা, সৈয়দ নুর”ল আবছার, মঈন উদ্দিন নেজামী, শহিদুল ইসলাম, এম এ জলিল, আবুল কালাম, নুর”ল আলম, আবুল আলীম মিয়া, মো: জয়নাল, আরিফ মহিউদ্দিন, শরীফ খান ও হাসান আলী। লিখিত স্মারকলিপিতে মেয়র উল্লেখ করেন, চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী পটিয়া উপজেলা বিট্রিশ আমল থেকে প্রসিদ্ধ একটি জনপথ। এ উপজেলায় প্রায় ১৫ লক্ষ লোকের বসবাস।

মাননীয় প্রধানমন্ত্রীর বহুল কাঙ্কিত চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়ক উদ্বোধন করেছেন এবং তা ব্রিটিশ আমলে প্রস্তুতকৃত প্রাচীন পটিয়া রেলওয়ে স্টেশন হয়ে যাতায়াত করবে। নতুনভাবে তৈরিকৃত এ রেলপথে নতুন সব স্টেশনে দূরপাল্লার সকল ট্রেন যাত্রা বিরতির শিডিউল থাকলেও একটি অসাধু মহলের প্ররোচনায় পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির শিডিউল অন্তর্ভুক্ত এবং লোকাল ট্রেন চালু না থাকায় তা এলাকাবাসীকে ভীষণ মর্মাহত করেছে। অনেকে এ বিষয়ে নানাভাবে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে দোহাজারী কমিউটার ১ ও ২ ও পূর্বের বন্ধকৃত ১১১, ১১২, ১১৩, ১১৪নং লোকাল ট্রেন, পটিয়া ডেমু ট্রেন ১ ও ২ এবং দোহাজারী ডেমু ট্রেন নং ৩ ও ৪ চালুকরণসহ ঢাকা-কক্সবাজার ও কক্সবাজার- ঢাকাগামী দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতি প্রদানের দাবী জানিয়ে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল), চট্টগ্রাম কে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে গৃহিত সকল নাগরিক সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় সুনিশ্চিতভাবে পাওয়ার লক্ষ্যে লোকাল ট্রেন চালু ও পটিয়া রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রা বিরতি একান্তভাবে আবশ্যক।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর