26 C
Dhaka
Thursday, October 2, 2025

সাংবাদিক অপূর্ব আলাউদ্দিনকে লাঞ্ছনার ঘটনায় এলআরএফের নিন্দা

আরও পড়ুন

প্রেস বিজ্ঞপ্তি

যমুনা টেলিভিশনের ‘ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি’র এডিটর অপূর্ব আলাউদ্দিনকে পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

শুক্রবার (৫ জুলাই) এলআরএফ সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এক বিবৃতিতে এই তথ্য জানান। একইসঙ্গে বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানায় এই সংগঠন। প্রয়োজন হলে এলআরএফের পক্ষ থেকে সব সব ধরনের আইনি সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে।

ঘটনার বর্ননা দিয়ে অপূর্ব আলাউদ্দিন জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. মাহমুদুল হকের দুর্নীতি সংক্রান্ত নিউজের অনুসন্ধানে গত ৩ জুলাই তিনি ও তার সহকর্মী নাহিদ হোসেন হেমায়েতপুরে যান। সেখানে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানিতে গেলে মো. মাহমুদুল হক ওরফে তুষারের হুকুমে মো. রিয়াদ ও মো. এনামুলহকসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাদের এলোপাতাড়ি মারপিট করে। এতে অপূর্ব বুকের বামপাশে মারাত্মকভাবে আঘাত পান। পুলিশকে ফোন দিলে তারা এসে তাকে ঘটনাস্থলে থেকে নিয়ে যায়।

তিনি জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সাভার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ওসি শাহ জামান মামলা নেওয়ার বিষয়ে প্রথমে গড়িমসি করলেও বৃহস্পতিবার রাতে মামলা এন্ট্রি হয়েছে।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর