27 C
Dhaka
Friday, October 3, 2025

‘আমি এলে তোর হাড় গুঁড়া করে ফেলব’

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মুঠোফোনে ‘ হাড় গুঁড়া ‘করে ফেলব বলে হুমকি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক আবদুল গফুরকে। মঙ্গলবার হুমকি দেবার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে এক সময় সাবেক সাংসদ মোস্তাফিজের সাথে থাকলেও জাতীয় নির্বাচনে হেরে যাবার পর তার থেকে আলাদাভাবে রাজনীতি করছেন আব্দুল গফুর। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মোস্তাফিজের বিরুদ্ধে দলের কার্যালয় নির্মাণে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছ থেকে চাঁদা নেবার অভিযোগ তুলেন গফুর। এরপর থেকে বিষয়ে নিয়ে সংক্ষুব্ধ হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছর ৮৯ লাখ টাকা ব্যয়ে বাঁশখালী উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়। নির্মাণের পুরো খরচ নিজে করেছেন বলে দাবি করে আসছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে গত ২৯ জুন উপজেলা সদরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভা হয়। সভায় আবদুল গফুর তাঁর বক্তব্যে অভিযোগ করেন, দলের কার্যালয় নির্মাণের জন্য সাবেক এমপি মোস্তাফিজুর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে চাঁদা নিয়েছেন।

এ বক্তব্যে ক্ষুব্ধ মোস্তাফিজুর রহমান ৩০ জুন সন্ধ্যার দিকে মোবাইল ফোনে আবদুল গফুরকে গালমন্দ ও হুমকি দেন তিনি। আঞ্চলিক ভাষায় কথোপকথনের এক পর্যায়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘কাল (২৯ জুন) এগুলো কী বলেছিস? আমি কার থেকে চাঁদা নিয়েছি পার্টি অফিস বানানোর জন্য? কার কাছ থেকে টাকা নিয়েছি প্রমাণ দেখাতে বল। নইলে তোকে এসে হাড্ডি ভেঙে ফেলব আমি। তুই এখনও আমাকে চিনস নাই। আমি এলে তোর হাড় গুঁড়া করে ফেলব।’

এ বিষয়ে আবদুল গফুর গণমাধ্যমকে বলেন, ইউপি চেয়ারম্যান ও দলের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে চাঁদা নিয়ে দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে। কিন্তু মোস্তাফিজুর রহমান একাই এর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। যারা চাঁদা দিয়েছেন, তারা আমাকে বিষয়টি জানিয়েছেন। বিষয়টি দলীয় সভায় বক্তব্যে আমি তুলে ধরি। এতে তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে গালমন্দ ও হুমকি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দুইবারে সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের কাছে পরাজিত হন। অবশ্য ভোট গ্রহণ শেষ হওয়ার আধাঘণ্টা আগে মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর