24.5 C
Dhaka
Friday, October 3, 2025

সওজের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

এক কোটি আট লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ

আরও পড়ুন

নাসরিন আক্তার 

সড়ক ও জনপদ বিভাগের(সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদের বিরুদ্ধে এক কোটি আট লাখ নব্বই  হাজার ৭২৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ উপার্জন  ও ভোগ করার অভিযোগ এনে মামলা দায়ের করেছে  দুর্নীতি দমন কমিশন ( দুদক)

সোমবার (১ লা জুলাই)  দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( অবসরপ্রাপ্ত) কবির আহমেদ ২০২২ সালের ১৬ ই অক্টোবর দুর্নীতি দমন কমিশনে তার সম্পদ বিবরণী জমা দেন। সেই সম্পদ বিবরণী অনুযায়ী তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমান ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৫১ টাকা। ২০২১-২২ করবর্ষ পর্যন্ত তার  আয়কর নথি অনুযায়ী   পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদের পরিমান  তিন কোটি ৬৬ হাজার পাঁচশত চল্লিশ (৩,০০,৬৬,৫৪০) টাকা।

মামলার এজাহারে বলা হয়,  তার সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানে দেখা যায়, তার সম্পদ অর্জনের বিপরীতে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি আট লাখ ৯০ হাজার ৭২৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, কবির আহমেদের ছেলে আসিফ মাহমুদের মালিকানাধীন প্রতিষ্ঠান  গ্লোবাল কনসেপ্ট’ এর সাথে তার কোন আর্থিক সংশ্লিষ্ট আছে কিনা সেটি তদন্ত করে জানা যাবে। তখন অন্য কারও কিংবা অন্য কোনও সম্পদের তথ্য পাওয়া গেলে সেটাও অভিযোগপত্রে নথিভুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর