25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

মতিউর ও তাঁর পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব জব্দের আদেশ

বিও অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিএসইসি

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

সোনালী ব্যাংকের পরিচালনা বোর্ড থেকে অপসারণের পর এবার ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান ও তাঁর পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) । একই সঙ্গে তাঁদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে গতকাল মঙ্গলবার এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, বিএফআইইউ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস কোম্পানিতে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, মো. মতিউর রহমান, তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ, দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী, সন্তান ইফতিমা রহমান মাধুবী, মুশফিকুর রহমান ইফাত, ফারজানা রহমান (ইপসিতা), আহাম্মেদ তৌফিকুর রহমান অর্ণব ও ইরফানুর রহমান ইরফান বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট নামে কোনো অ্যাকাউন্ট থাকলে ৩০ দিনের জন্য স্থগিত করতে হবে। মতিউর ও তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাবের লেনদেন বিবরণী, হিসাব খোলার ফরম, কেওয়াইসিসহ যাবতীয় তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইতে পাঠাতে বলা হয়েছে।

এদিকে ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণকারী কেন্দ্রীয় প্রতিষ্ঠান সিডিবিএলকে মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে। গত সোমবার দুদক এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় বিএসইসিকে।

দুর্নীতির অভিযোগ আসার প্রেক্ষিতে এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্প্রতি কোরবানির জন্য রাজধানী সাদেক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে ইফাত। তবে শুরুতে মতিউর রহমান ইফাতকে ছেলে হিসেবে পরিচয় দেননি। পরে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী জানান, ইফাত তাঁর মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই তার বাবা। তবে গণমাধ্যমে লাগাতার খবর প্রকাশিত হবার পর দেশ ছাড়েন আলোচনার জন্ম দেয়া সেই ইফাত। মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী আত্মগোপনে রয়েছেন। মতিউর রহমানের প্রথম স্ত্রী  লাকীর নামে-বেনামে রয়েছে সম্পদের পাহাড়ের অনুসন্ধান করছে সাংবাদিকরা। তার আত্মগোপনে উপজেলা চেয়ারম্যান সংশ্লিষ্ট সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। স্থানীয়রা বলছে ১৫ লাখ টাকার একটি খাসি কেড়ে নিল লাকীর হাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর