25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

ছক্কা ঝড়ে রোহিতের নতুন রেকর্ড

আরও পড়ুন

ক্রীড়া প্রতিবেদক ::: 

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে ২০০ ছক্কার একমাত্র মালিক রোহিত শর্মা। দ্বিতীয় স্থানে আছেন মার্টিন গাপটিল। সাবেক কিউই ব্যাটার টি-টোয়েন্টিতে ১৭৩টি ছক্কা হাঁকিয়েছেন। ১৩৭ ছক্কা নিয়ে তালিকার তিনে অবস্থান ইংলিশ ব্যাটার জস বাটলারের।

সেন্ট লুসিয়ায় অজি বোলারদের বিপক্ষে তাণ্ডব চালাচ্ছেন রোহিত শর্মা। মিচেল স্টার্ককে তুলোধুনো করার পর ছড়াও হয়েছেন প্যাট কামিন্সের ওপরও। তবে রোহিত ঝড়ে অজিদের স্বস্তি হয়ে মাঠে বৃষ্টি হানা দেয়। বৃষ্টি শেষে খেলা গড়ালে ১৯ বলেই ফিফটি পূর্ণ করে নেন রোহিত। চলতি বিশ্বকাপে দ্রুত ফিফটি এটি। এর আগে ২২ বলে ফিফটি করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স ও সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক।

শুরুতেই বিরাট কোহলিকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু এরপরই রোহিতের ব্যাটে ঝড়ের দেখা মিললো। যে ঝড়ে নতুন রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক ও ওপেনার।

রোহিত আজ ইনিংসের তৃতীয় ওভারে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্কের বলে হাঁকিয়েছেন ৪ ছক্কা। পাশাপাশি একটি চার ও ওয়াইড মিলিয়ে ওই ওভারে আসে মোট ২৯ রান। এরপর জশ হ্যাজলউডের ওভারে মাত্র ২ রান এলেও পরের ওভারে প্যাট কামিন্সের প্রথম বলেই ফের ছক্কা; আর তাতেই অনন্য মাইলফলক গড়লেন রোহিত।

রোহিত ঝড়ের পর অবশ্য বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। কিন্তু মাঠে ফিরেই আবার ঝড় বইয়ে দেন ভারতীয় ওপেনার। কামিন্সের ওই ওভারে আসে ১৫ রান। সবগুলো রানই রোহিতের। ওই ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। মাত্র ১৯ বলে ফিফটি ছুঁয়েছেন তিনি, যা এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম।

২৯ বলে ৭৬ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তবে ১৪ বলে ১৫ রান করে ফিরে গেছেন ঋষভ পন্থ। ৮ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর