25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পঞ্চগড়ে পেশাদার মোটরসাইকেল চোর লাভলু মিয়া গ্রেফতার

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে মোটরসাইকেল চুরি হয়ে যাওয়া অভিযোগের ১৩ দিন পর পেশাদার মোটরসাইকেল চোর মোঃ লাভলু মিয়া (২৯) নামের এক চোর কে রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে বোদা থানার পুলিশ। মোঃ লাভলু মিয়া রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ চেংমারী গ্রামের মোঃ খলিলুর রহমান ছেলে ।

জানা গেছে অভিযোগকারী মোহাম্মদ আসিফ নামের এক ব্যক্তি তার টাকার প্রয়োজন হলে মোটরসাইকেল বিক্রি করার জন্য bikroy.com এ পোস্ট দেন। পরবর্তীতে একজন অজ্ঞাত ব্যক্তি অভিযোগকারীর সঙ্গে দিনাজপুর কারাগারে চাকরি করেন মর্মে মিথ্যা পরিচয় দিয়ে গাড়ি ক্রয় করার জন্য সম্মতি জ্ঞাপন করেন। অভিযোগকারীর মোটরসাইকেল ক্রয় করবেন মর্মে মোবাইল ফোনে যোগাযোগ করে গত ২১ মে দুপুর আনুমানিক ৩ টার সময় বোদা বাজারে সুরমা ক্লিনিকের সামনে রাস্তায় এসে মোটরসাইকেল মালিকের সাথে দেখা করেন এবং মোটরসাইকেল মালিকের মনে বিশ্বাস স্থাপন করে মোটরসাইকেলটি ট্রাইল দেয়ার কথা বলে মোটরসাইকেলটি মালিক এর নিকট হতে নিয়ে চুরি করে পালিয়ে যায়। মোটরসাইকেল মালিক ওই ব্যক্তির সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পায়। পরে বোদা থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়েরের পর থেকেই বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম এর দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযানিক দল গঠন করেন এবং তথ্য প্রযুক্তি ও সোসের মাধ্যমে চৌকস টিম নিয়ে বিভিন্ন স্পটে চিরুনী অভিযান ও পরিচালনা করে ৩ জুন রাত্রি ১২.৩০ ঘটিকার সময় রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে আসামি মোঃ লাভলু মিয়াকে গ্রেপ্তার করেন। মোটরসাইকেল চোর মোঃ লাভলু মিয়াকে জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেলের চুরির বিষয়টি স্বীকার করেন। আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আসামি লাভলু মিয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর