চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানা চেকপোস্ট কার্যক্রমে ৯টি চোরাই মোবাইল ফোনসহ দুইজন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ চকবাজার থানার এসআই মোঃ আলাউদ্দিন, এএসআই মোহাম্মদ জাকির হোসেন, এএসআই মোঃ হুমায়ুন কবির ও এএসআই মোঃ ওমর ফারুক সহ সঙ্গীয় ফোর্স জিইসি মোড় সংলগ্ন সিডিএ এভিনিউ রাস্তায় চেকপোস্ট স্থাপন করেন। অভিযানের সময় দুই যুবক, মোঃ মনির (১৯) ও মোঃ তাকি তাজওয়ার আরিয়ান (১৯), কালো শপিং ব্যাগ বহন করে পায়ে হেঁটে যাওয়ায় তাদের সন্দেহজনক আচরণে আটক করা হয়।
তল্লাশিকালে ব্যাগের মধ্যে থাকা ৯টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, চুরি করা মোবাইলগুলো চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আনা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তারা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
