Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeঅপরাধবরিশালে “শয়তানের নিঃশ্বাস”: রহস্যজনক গ্যাস চক্রে আতঙ্কিত নগরবাসী

বরিশালে “শয়তানের নিঃশ্বাস”: রহস্যজনক গ্যাস চক্রে আতঙ্কিত নগরবাসী

বরিশাল প্রতিনিধি :

বরিশালে সম্প্রতি “শয়তানের নিঃশ্বাস” নামে পরিচিত এক রহস্যজনক প্রতারণা চক্রের আতঙ্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ দল বিশেষ ধরনের চেতনানাশক গ্যাস বা রাসায়নিক পদার্থ নাকে ছড়িয়ে মানুষকে অচেতন বা সম্মোহিত করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় গোপনে পাইপলাইন বা যন্ত্র স্থাপন করে গ্যাস ছড়িয়ে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বরিশাল মহানগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার পোলট্রি ব্যবসায়ী মো. রাহাত খান জানান, স্থানীয় কয়েকজনের সহযোগিতায় প্রতারকরা তার ফার্মে পাইপের মাধ্যমে গ্যাস প্রবেশ করাত। এতে তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন এবং তাদের কথামতো কাজ করতেন, কিন্তু পরে কিছুই মনে পড়ত না। দীর্ঘদিন ধরে এভাবে তাকে বিভ্রান্ত করে চক্রটি প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। এক সময় সফল ব্যবসায়ী রাহাত এখন প্রায় সর্বস্বান্ত, বন্ধ হয়ে গেছে তার পুরো ফার্ম। স্থানীয় রাজনৈতিক নেতা মো. নাসির উদ্দিন বলেন, রাহাতের ঘটনার বিষয়ে একাধিকবার সালিশ হলেও চক্রের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়নি।

গত সেপ্টেম্বরে নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহানগর যুগ্ম সদস্য সচিব ডা. মো. তানভীর আহমেদের মা তাহমিনা ডেইজি নামাজ শেষে হাঁটতে বের হয়ে প্রতারকদের কবলে পড়েন। তারা মুহূর্তের মধ্যে তাকে সম্মোহিত করে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়। পরে তাহমিনাকে ব্যবহার করে চক্রটি তার বাসা থেকেও প্রায় ১৬ ভরি স্বর্ণ ও ৪৬ হাজার টাকা হাতিয়ে নেয়। থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন করেও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি বলে দাবি করেন তানভীর।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, বিশেষ ধরনের গ্যাস বা পদার্থ নাকে গেলে মানুষ কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ হারাতে পারে—এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। এমন কিছু ঘটনা পুলিশের নজরে এসেছে, তবে আনুষ্ঠানিক অভিযোগের সংখ্যা সীমিত। তিনি আরও জানান, বর্তমানে “শয়তানের নিঃশ্বাস” নামে পরিচিত এই চক্র নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নগরবাসী মনে করছে এই রহস্যজনক প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির এখনই সময়। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক