Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeরাজনীতিএভাবে জীবনে কোথাও কোনো দেশে কোনো কালে সংবিধান সংস্কার হয়নি: রুমিন ফারহানা

এভাবে জীবনে কোথাও কোনো দেশে কোনো কালে সংবিধান সংস্কার হয়নি: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, প্রস্তাবিত সনদ নিয়ে বিএনপির তিনটি বিষয়ে গুরুতর আপত্তি রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, “প্রথমত, যেদিন জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেদিন সম্পূর্ণ ডকুমেন্ট আমাদের হাতে দেওয়া হয়নি। পরবর্তীতে ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো আলোচনার মাধ্যমে গৃহীত হয়েছে, তার সঠিক প্রতিফলন মূল সনদে পাওয়া যায়নি।” তিনি জানান, এ বিষয়ে বিএনপির মহাসচিব বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

রুমিন ফারহানা আরও বলেন, সংবিধানের ৪(ক) ধারায় অফিস ও আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার বিষয়ে ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। একইভাবে সংবিধানের ১৫০ অনুচ্ছেদের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধান থেকে অপসারণের বিষয়েও সবার ঐক্যমত ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, মূল সনদে এসব বিষয়ের প্রতিফলন দেখা যায়নি।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের সঙ্গে সমঝোতা করে বিএনপি নোট অব ডিসেন্ট (Note of Dissent) থেকে সরে আসতে পারে—এমন বক্তব্য সঠিক নয়। এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট এবং পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

বেসরকারি টেলিভিশন নিউজ২৪-এর একটি আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, “আমাদের আরেকটি আপত্তি হলো ২৭০ দিনের মধ্যে পরবর্তী পার্লামেন্টকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করার প্রস্তাব। এই বিষয়টি ঐকমত্য কমিশনে কখনও আলোচনা হয়নি বা দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হয়নি।”

তিনি যোগ করেন, “এরপরও যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়, তাহলে বিএনপি তা মেনে নেবে না। ২৯০ দিনের মধ্যে সময়সীমা নির্ধারণের বিষয়েও আমাদের আপত্তি রয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক