25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

আশরাফুল আলম খোকনকে ৩০ লাখ টাকা দিতে ব্রিটেনের হাইকোর্টের নির্দেশ

আরও পড়ুন

লন্ডন প্রতিনিধি

যুক্তরাজ্য প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের বিরুদ্ধে মানহানির ক্ষতিপূরণ চেয়ে লন্ডনের উচ্চ আদালতে দুটি আবেদন করেছিলেন প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন। ২০২২ সালে সাংবাদিক জাওয়াদ নির্ঝর গোয়েন্দা সংস্থা এনএসআই এর থেকে প্রাপ্ত একটি অতি গোপনীয় ফাইলের উপর ভিত্তি করে খোকনের বিরুদ্ধে একটি অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছিলেন। ওই প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে খোকন একই বছর নভেম্বর মাসে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ৭০ লক্ষ টাকা) ক্ষতিপূরণ চেয়ে লন্ডনের আদালতে আবেদন করেছিলেন।

বাদী ও বিবাদী, উভয় পক্ষের যুক্তি-তর্কের প্রেক্ষিতে রয়েল কোর্ট অফ জাস্টিসের বিচারক খোকনের আবেদনকে “ভুল তথ্যের উপর প্রতিষ্ঠিত” এবং “অতিমাত্রায় বলপ্রয়োগ করে রায় নিজের পক্ষে তরান্নিত করার প্রয়াস” হিসেবে উল্লেখ করে বিষয়টি তার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন। খোকনের মামলা আইনি প্রক্রিয়াতে মোকাবেলা করতে গিয়ে জাওয়াদ নির্ঝরের লিগাল ফি বাবদ যা খরচ হয়েছে, তার আশি শতাংশ অর্থ খোকনকে পরিশোধ করার নির্দেশ দেয়া হয়। তাছাড়া মামলা সংক্রান্ত নির্ঝরের অন্য একটি আলাদা আবেদন বাবদ যা খরচ হয়েছে, তার শতভাগ অর্থ খোকনকে পরিশোধেরও নির্দেশ দেয়া হয়। বিবাদী জাওয়াদ নির্ঝরের আইনজীবী উসরাত সুলতানা জানান, সব মিলিয়ে ২০ হাজার ৬৪৬ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা) নির্ঝরকে ক্ষতিপূরণ দিতে আদালত আশরাফুল আলম খোকনকে নির্দেশ দিয়েছেন। এ রিপোর্টটি লেখার সময় জানা যায়, নির্ধারিত তারিখ পার হয়ে যাওয়া সত্ত্বেও খোকন এখনো নির্ঝরকে এ অর্থ পরিশোধ করেন নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর