27 C
Dhaka
Friday, October 3, 2025

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও পড়ুন

নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে উদ্দীপনের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নারীর সম অধিকার, সমসুযোগ , এগিয়ে নিতে হোক বিনিয়োগ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে উদ্দীপন কুড়িগ্রাম এর নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্দীপন কুড়িগ্রাম কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় । ৯ জন বয়স্ক নারী ও ৯ জন প্রতিবন্ধী নারীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উদ্দীপনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ রাজু, কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর মুক্তা বেগম, উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুল হক শামীম, উদ্দীপন কুড়িগ্রাম এর শাখা ব্যবস্থাপক আশরাফুল আলম, উদ্দীপন কুড়িগ্রাম এর পিও মনিরুল ইসলাম ও মাসুদ রানা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর