25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

নারী দিবসে চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরে লাঞ্চিত হলেন নারী

একুশে পদক প্রত্যাহারের দাবি

আরও পড়ুন

চট্টগ্রাম প্রতিনিধি :::

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের মাঝেই বৌদ্ধ ভিক্ষুর হাতে হেনস্তার শিকার হয়েছেন রেখা রানী বড়ুয়া নামের এক নারী নেত্রী। চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে ধর্মীয় প্রার্থনায় অংশ নিতে গিয়ে এই নারী নেত্রী  লাঞ্ছিত হয়েছেন। নন্দনকাননের বৌদ্ধ বিহার মাঠে বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা বৌদ্ধ সমিতি বাংলাদেশের সভাপতি, বিশিষ্ট নারীনেত্রী রেখা রানী বড়ুয়া’র শাড়ি টেনে টানাহেঁচড়া করতে দেখা গেছে ড. জিনবোধি ভিক্ষুকে।

আজ ( ৮ ই মার্চ) শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।

সম্প্রতি শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক ড. জিনবোধি ভিক্ষু কর্তৃক এমন নারী লাঞ্চনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এসময় ড. জিনবোধি ভিক্ষুকে ওই নারীকে আপত্তিকর গালাগাল করতে দেখা গেছে। শাড়ি নিয়ে টানাটানির এক পর্যায়ে উপস্থিত লোকজন ওই নারীকে সরিয়ে নেন। শ্লীলতাহানীর প্রতিকার  চেয়ে  জিনবোধি ভিক্ষু ও কয়েকজনের নাম উল্লেখ করে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে। নারীর প্রতি শ্লীলতাহানীর প্রতিবাদ ও জিনবোধি ভিক্ষুর শাস্তির দাবিতে সম্মিলিত নারী সমাজ নগরীতে মিছিল করেছে। তারা সরকার কর্তৃক জিনবোধি ভিক্ষুকে দেয়া একুশে পদক প্রত্যাহার করে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

এমন ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীগুরু ড. জ্ঞানশ্রী মহাথের ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান শিক্ষাবিদ এম বোধিমিত্র মহাথের   বলেন, ‘ মহামানব গৌতম বুদ্ধের মতে গৃহত্যাগের পর বৌদ্ধ সন্যাসীরা যেখানে কোনোরকম গৃহী মানুষের সংস্পর্শে যেতে পারেনা, সেখানে একজন নারীর সম্ভ্রম ও শ্লীলতাহানী কোনোভাবে সমর্থন যোগ্য নয়।  এই ঘৃন্য কাজের তীব্র নিন্দা জানাচ্ছি  ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর