জেড,এম মিনার(পেকুয়া প্রতিনিধি) :::
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে এক যুবকে কুপিয়ে জখম করা হয়েছে। গত শুক্রবার ( ১লা মার্চ) রাতে বাড়ী ফেরার সময় ফরহাদ খান টিপু (৩৪) নামের এই যুবক হামলা শিকার হন। আহত টিপু বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছেন। সে বাজার পাড়া এলাকার আবু তালেবের পুত্র বলে জানা যায়।
স্হানীয় লোকজন টিপুকে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে প্রথমে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করালেও তার অবস্হা গুরুতর হবার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
স্থানীয়রা জানান, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন অপরাধী ও সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিনত হচ্ছে। যদিও এই এলাকাতেই বাংলাদেশের একমাত্র সাবমেরিন ঘাঁটি রয়েছে। যেখানে নিরাপদ ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দরকার সেখানে বিগত কয়েক বছর যাবত খুনখারাবি ও সন্ত্রাসী কর্মকান্ডের মহোৎসব চলছে । আলোচিত হত্যাকান্ড জয়নাল ছৈয়দসহ জানা অজানা অনেক জগন্য অপরাধ এখানে ঘটলেও প্রশাসন তেমন কার্যকর ব্যবস্হা না নেওয়ায় দিনদিন অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
স্থানীয়দের অভিযোগ, এসব অপরাধীদের পিছনে রয়েছে স্হানীয় কিছু রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি। এসব অপরাধের ধারাবাহিকতায় ফরহাদ খান টিপু(৩৪) নামের ওই যুবককে রাতে বাড়ী ফেরার সময় একদল দূর্বৃত্তরা অর্তকিত দেশী অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্বক জখম করে।
এ বিষয়ে টিপু বড় ভাই সোহেল আজিম বলেন,স্থানীয় এক সাবেক চেয়ারম্যানের অনুসারী নোমান,মাদু,ফয়সাল,জয়নাল,নেজাম, খালেকসহ ১০/১৫ জন মিলে তার ভাইকে হত্যার উদ্দেশ্য ন্যাক্কারজনক এই হামলা চালান।
এই বিষয়ে স্হানীয় চেয়ারম্যান ইউনুচ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, টিপু তার একান্ত সচিব হিসাবে কাজ করেন।তাকে স্হানীয় সাবেক এক চেয়ারম্যান এর অনুসারীরা হামলা করেছে বলে জানতে পেরেছি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘ বিষয়টি জানার পরই পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।’